মুকসুদপুরে ৭দিনে ৩০ করোনা রোগী সনাক্ত

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে আছে ৭দিনে করোনা রোগী সনাক্ত ৩০জন উপজেলায় পর্যন্ত ১৩৫জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এপরীক্ষার পাঠানো হলে তাদের মধ্যে৩০জন করোনা পজেটিভ সনাক্ত হয়।বর্তমান হোম আইসুলেসন চিকিৎসাধীন আছে।উপজেলা প্রশাসান ও পুলিশ প্রশাসনের পক্ষে থেকে প্রাত্যকের বাসা বাড়ী লকডাউন করে দিয়েছে এই বিষয় তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মাহমুদুর রহমান তিনি বলেন বিনা প্রয়োজনে কোন মানুষ ঘর থেকে বাহিরে বের হবে না সামাজিক দুরত্ব বজায় রেখে সচেতন থাকার আহবান জানান।
প্রতিদিন নতুন নতুন রোগী বাড়ছে আক্রান্তের সংখ্যা।সংক্রমণের দিক দিয়ে মুকসুদপুর পৌরসভা করোনা হয়ে উঠেছে হটম্পট গত ১০এপ্রিল থেকে২২জুন পর্যন্ত ৭৭জন শনাক্ত।উপজেলা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১শ২৫জন তার উপর লকডাউন শিথিলের পর উপজেলা হাটবাজার শপিংমল মাকেটও রাস্তাঘাট কোথাও সমাজিক দুরত্ব মানছেন না কেউ-ই।এমন প্ররিস্থিতিতে উপজেলা জুড়ে করোনা ভাইস সংক্রমণ আরও বা বাড়তে পারে বলে আশস্কা করা হচ্ছে। ১০এপ্রিল সর্ব প্রথম ১জনের দেহে করোনা ভাইস শনাক্ত হয় এপ্রিল মাসে করোনা শনাক্ত হয়েছে ১৮জন,মে মাসে৩২জন অথচ জুনের২৩দিনেই আক্রন্ত হয়েছে৭৭জন এর মধ্যে একদিনে আক্রন্ত হয়েছে ৯জন।উপজেলা ৩জনের মৃত্যু সুস্থ্য হয়েছেন ৬৭ জন নমুনা সংগ্রহ ৮শ৯০জন। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে ভাল থাকতে হলে অতি প্রয়োজন ছাড়া কোনো কারনে ঘর থেকে বের হওয়া যাবে না এ মুহুর্তে বাজার জনসমায়েতে স্থানে যাওয়ার ভালো ।

 

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের সিলেট জোনের বিশেষ ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধওয়ালটন শেয়ারের আইপিও অনুমোদন