মুকসুদপুরে ২৮জন করোনা রোগী সনাক্ত, সুস্থ্য হয়ে ফিরছে ২০জন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা ভাইরাস ব্যাপক সংক্রমন পরিস্থিত অবনতি দিয়ে যাচ্ছে। ২৮জন করোনা সনাক্ত রোগী হয়েছে সুস্থ্য হয়ে বাড়ী ফিরছে ২০জন। হোম আইসুলেসনে ৮জনের চিকিৎসা চলছে মুকসুদপুর হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুর রহমান জানান তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এপরীক্ষার জন্য পাঠানো হলে তাদের নমুনায় পজেটিভ সনাক্ত হয়।তাদের অবস্থা বেশি অবনতি হলে মুকসুদপুর অস্থায়ী আইসুলেসন সেন্টার (মুক্তিযোদ্ধা ভবনে) রেখে চিকিৎসা প্রদান করা হবে।উপজেলায় করোনা ভারাস সনাক্তকারী পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এপাঠানো হয়েছে।উপজেলা প্রশাসানও পুলিশ প্রশাসনের পক্ষে থেকে প্রাত্যকের বাসা বাড়ী লকডাউন করে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি-সমমানের ফল প্রকাশ ৩১ মে
পরবর্তী নিবন্ধদুর্যোগে নিরাপদ দূরত্বে থাকাই বিএনপির রাজনীতি: কাদের