মুকসুদপুরে হতদরিদ্র প্রকল্প থেকে ২৪ লাখ টাকা ফেরত

দেলোয়ার হোসেন মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ

গোপালগঞ্জের মুকসুদপুরে ৪০দিনের কর্মসুচি হতদরিদ্র প্রকল্প থেকে ২৪ লাখ টাকা ফেরত যাওয়া এর অর্থ থেকে বঞ্চিত হয়েছে হতদরিদ্ররা আসলে ৪০ দিনের।এ নিয়ে দরিদ্র ওকর্মসুচি সংশ্লিষ্ট মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে জানা গেছে স্থনীয় ওয়ার্ড মেম্বাররা তালিকা অনুযায়ী কাজ করায় জন্য সরকারের নির্দেশনা মতে প্রতিটি ওয়ার্ড শ্রমিক সংখ্যা কর্ম দিবস মুজুরি ঘনফুটসহ নিয়ম কানুন গুলো সাইনর্বোড টানানোর হয় নির্ধারিত প্রকল্পগুলো উপজেলা ১৬টি ইউনিয়ান চলমান হতদরিদ্র প্রকল্প এর কাজে গত ১৮ডিসেম্বর শুরু হয় টানা ৪০দিন চলে প্রকল্প বাস্তবায়নে ২কোটি ৬৬লাখ ২৪হাজার টাকা বরাদ্দ ছিল।শ্রমিক সংখ্যা র্নিধারিত করে দিয়েছে ৩৩শ ২৮জন।
এবিষয় মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএম ফইজুর ইসলাম বলেন এ পর্যন্ত কাজ সঠিকভাবে হয়েছে তবে প্রকল্প বাস্তবায়ন থেকে যে টাকা ফেরত চলে গেছে উপজেলা অফিসার কয়েকটা প্রকল্প ঘওে দেখে শ্রমিক কম থাকার কারনে ৮১টা প্রল্পক প্রতিটা প্রল্পক থেকে ৫%টাকা কর্তন করা হয়েছে।
তিনি আরো বলেন এই টাকা ফেরত যাওয়া আমাদেও এলাকায় প্রকল্পের কম হয়েছে ইউপি চেয়ারম্যানরা সঠিক সময় প্রকল্প নাম দিতে দেরি করছে ১৭সালে ১৮ডিসেম্বও থেকে১৮ সালে ২৫ ফেব্রুয়ারী প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ করা হয়।৪০দিনের কর্মসুচি হতদরিদ্র প্রকল্প থেকে ২৪ লাখ টাকা ফেরত যাওয়া হতদরিদ্র শ্রমিকরা কাজ ও অর্থ থেকে বঞ্চিত হয়েছে প্রকল্প উন্নয়ন কমে গেছে
ইউনিয়নে ওয়ার্ড মেম্বারের কাছে জানতে চাইলে তারা বলেন সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী প্রকল্পে মাটিকাটা হচ্ছে ২শ টাকা দিয়েএই হারে বর্তমান শ্রমিক পাওয়া যায় না তারপর কাজ হয়েছে গোপালগঞ্জ জেলা থেকে হতদরিদ্র প্রকল্প থেকে টাকা ফেরত গেছে ।

পূর্ববর্তী নিবন্ধজয়ার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন সৃজিত
পরবর্তী নিবন্ধ৬ হাজার ডিস্ট্রিবিউটর নিয়ে ওয়ালটনের ৪ দিনব্যাপী সম্মেলন