মুকসুদপুরে সুরুপী সালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাসলিমা আলী। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম, গোবিন্দপুর ইউপি আওয়ামীলীগের সম্পাদক ইলিয়াছ মিয়া, উপজেলা ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি, বাংলাদেশ সুপ্রিমকোর্টের এ্যাড. গোলাম মোস্তফা লস্কার, লায়েকুজ্জামান মিয়া। ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ব্যবস্থাপনা পরিচালক বেসিক ইঞ্জিনিয়ারিং লি. মো. ওহিদুজ্জামান মুন্সী। সভাপত্বি করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম আমাল লষ্কার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুলু হোসেন মুন্সী। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ৫২টি ইভেন্টে পুরষ্কার বিতরণ করা হয়।

 

 

পূর্ববর্তী নিবন্ধমোড়ক উন্মোচনের মাঝ দিয়ে পাঠকের হাতে ‘তারুণ্যের গল্পমালা’
পরবর্তী নিবন্ধতদন্ত প্রতিবেদন অবশ্যই আলোর মুখ দেখবে: সচিব