মুকসুদপুরে সুফিয়া বেগম ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

মেহের মামুন,মুকসুদপুর,(গোপালগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে সুফিয়া বেগম ফাউন্ডেশন নামের একটি পারিবারিক সমাজকল্যান প্রতিষ্ঠান প্রতি বছরের ন্যায় এবারও তাদের সামাজিক কার্যক্রম হিসেবে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে।

মঙ্গলবার সকালে উপজেলার হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: মরিুজ্জামান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, হাদিউজ্জামান মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ আলী শেখ, উজানী স্কুলের প্রধান শিক্ষক সাম্মী আক্তার সুমী, কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিমোহন বালা। ঝুটিগ্রাম ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার রফিকুল ইসলামের সঞ্চলনায় ওই সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী ফাহাদ মোল্যা, হালিমা খাতুন, মাবিয়া খাতুন, কিশোর বিশ্বাসও সীথি মজুমদার। সুফিয়া বেগম ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান মোল্যা জানিয়েছেন বাশবাড়ীয়া, উজানী এবং ভাবড়াশুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শ্রেণীর ১ম, ২য়, এবং ৩য় স্থান অধিকারী এবং এলাকার ১ম জিপিএ ৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে নগদ টাকা বৃত্তি দেয়া হয়েছে। মোট ৭১ জনের বৃত্তির পরিমান জিপিএ ৫ এবং শ্রেণী কক্ষে ১ স্থান অধিকারি ২ হাজার টাকা এবং ২য় স্থান অধিকারি ১৫শ টাকা এবং ৩য় স্থান অধিকারি ১ হাজার টাকা করে প্রধান করা হয়েছে। এই ধারা আগামীতে আরও বাড়বে বলে তিনি আশা করেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে খালেদার কার্যালয়ে তল্লাশি : হানিফ
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে একটি সংখ্যালঘু পরিবারকে নির্যাতন করার অভিযোগ