মুকসুদপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মেহের মামুন গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনজুরুল আলমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মুকসদুপর উপজেলার বনগ্রাম এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত পলাতক আসামী মনজুরুল আলম মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের নসু মুন্সির ছেলে। ওসি আবু বকর মিয়া জানান, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনজুরুল আলম বনগ্রাম এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালায়। এসময় ওই স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, পলাতক আসামী মনজুরুল আলম পেশায় একজন গাড়ী চালক। পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মামলা নং-৬ (৫) ৭ এবং ভান্ডারিয়া জিআর ৮২/০৭ এর মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যায় লকডাউন বাড়ানোর প্রজ্ঞাপন
পরবর্তী নিবন্ধকৃষকদের ধান কেটে দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ