মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি

“প্রতিশ্রতি,বিনিয়োগ ও সেবা দান দ্বারা,সম্ভব হবে যক্ষামুক্ত বাংলাদেশ গড়া” এই প্রতিপাদ্য শ্লোগানে ভিত্তিতে ২৪ মার্চ সোমবার সকাল ১০টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নেরন বানিয়াচং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় যক্ষা দিবস পালিত হয়েছে। বানিয়াচং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের কার্যালয় হতে একটি র্যালী বের হয়ে জলিরপাড় বাসষ্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সোভারঞ্জন শিকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী নির্বাহী পরিচালক মলি মন্ডল,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম প্রমুখ।