মুকসুদপুরে সমবায় দিবস পালিত

দেলোয়ার হোসেন,মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত।সমবায়ের ভিত্তিক সমাজ গড়ি,টেকসই উন্নয়ন নিশবচত করি” প্রতিপ্যদ্য সামনে রেখে জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভায় আয়োজন করে ২৫ নভেম্বর রবিবার সকালে সমবায় কার্য়লয় জাতীয় পতাকা ও সমবায় সমিতি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে ‘সমবায় শক্তি’ ‘সমবায় মুক্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা ইউ সি,সি সভাপতি ইকবল হোসেন মিয়া সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল আলম সিকদার বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বাবু শ্যামল কান্তি বোস স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মাকসুদ হোসেন সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কাজী ওহিদ ,আদশ মৎস্য সমবায় সমিতির সাধানর সম্পাদক অচিন্ত কুমার মালো, উদায়ন সমবায় সমিতির সভাপতি দিপালী বাড়ৈ প্রমুখ।সভা সয়ঞ্চলনা করেন ইউ সি,সির সাবেক সহসভপতি নাইমুল ইসলাম।

 

 

পূর্ববর্তী নিবন্ধহবিগঞ্জ-৪ আসনে নৌকার মাঝি ড. ফরাসউদ্দিন
পরবর্তী নিবন্ধনির্বাচন করতে বাধা নেই চিফ হুইপ ফিরোজের