মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধথাকায় ঘরবন্দি হয়ে পড়ছে শিশু শিক্ষার্থীরা অলস সময় পার করছে।গোপালগঞ্জ মুকসুদপুর মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিন কেউ না কেউ আক্রন্ত হচ্ছে কমলমতি শিক্ষাথীরা করোনা আক্রন্ত হতে পারে সেই ভয়ে ৬মাস যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।করোনা ভাইরাসের কারণে বদলে যাওয়া জীবনযাপনে নানা সমস্যা ও সংকট দেখা দিয়েছে এর মধ্যে শিশু স্বাস্থ্যর ঝুকিও বেড়েছে শিক্ষ প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা দির্ঘদিন ধরে ঘরবন্ধি এই বন্ধতে উপজেলা হাজারও শিক্ষকরা কয়েক মাস বাড়ীতে থাকতে থাকতে অলসত ধরে বসেছে। আগামিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলার জন্য সরকার নিদেশ দিলে যখন খুলবে তখন শিক্ষক ওশিক্ষথীদের এই অলসত জন্য পাঠদানের ক্ষতি ডেকে আনতে পারে। শিক্ষথীরা বাড়ীতে বসে সময় পার করছে কিন্তু লেখাপড়া তেমন একটা করছে না স্কুল চলাকালীন শিক্ষাথীদের লেখাপড়ার আগ্রহ থাকে সেইটা এখন নাই।অভিভাবকরা চাপে রাখলেও ফল হচ্ছে না।বছর শুরুতে বিদ্যালয় পাঠদান শুরু হয় সেই নিয়ম অনুযায়ী শিক্ষক স্কুল পাঠদান দিতে প্রতিদিন বিদ্যালয় সময় মতো গিয়ে উপস্থিত হয়।শিক্ষথীদের পাঠদান গ্রহন করতে সময় মতন উপস্থিত থাকে শিক্ষকরা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঠদান দিতে দিতে সময় পাড় হয়ে যায় বুঝতে পারে না করোনা ভাইরাস আসার পর থেকে স্কুলে যাওয়া বন্ধ বাড়ীতে বসে সময় পাড় করতে হচ্ছে। বছরের প্রথম দিন নতুন বই শিক্ষাথীদের হাতে তুলে দিয়ে ছিল সরকার।বই উৎসবের পাশাপাশি সকল শিক্ষাথীদের হাতে নতুন বই পাওয়ার পর আনন্দ করে বই খাতা কলম নিয়ে শিক্ষাথীরা স্কুলে আশা যায় শুরু পরই শিক্ষাথীদের পড়ানো থেকে বনঞ্চিত হচ্ছেন। শিক্ষাথীরা বিদ্যালয় মুখী আগ্রহ হারিয়ে ফেলছে দির্ঘদিন শিক্ষ প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠদান,পরীক্ষ,শিক্ষক নাই এই কারন অলসত ধরে বসেছে।মুকসুদপুর উপজেলায় ৪৪টি উচ্চ মাধ্যমিক,শিক্ষাথী২৬টি দাখিল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ১৯৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন নতুন কিন্টার গার্ডেন কেজি স্কুল ক্যাডেট স্কুল সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।সপ্তাহ৬ দিন ক্লাস করানো হয় বছরে কয়েক একটা পরীক্ষা হয় প্রাথমিক শিক্ষা সমাপমপনীর পিইসি মতো অষ্টম শ্রেণীর জুনিয়ার স্কুল সাটিফিকেট(জেএসসি) ওজুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি) এস,এস,সি পরীক্ষাও সময় পার হয়ে যায়।করোনা মহামারীর কারণে এবার ২০২০সালের হলো না।মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে ছেলেমেয়েরা আজ স্কুলে যেতে পারছে না ফলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে হচ্ছে না হাসতে খেলতে দিন কাটাছে শিক্ষকরা বাড়ীতে বসে অলস সময় দিন পাড় করছে। প্রধান শিক্ষকদের প্রতিদিন কমবেশি বিদ্যালয় অফিসিয়ার কাজ কর্ম নিয়ে আসেন উপজেলা শিক্ষা অফিসে সহকারী শিক্ষকদের কোন কাজ নাই শিক্ষাথীরা বাড়ীতে সেলেবেস অনুযায়ী অনলাইন, সংসদ টিভিতে নিয়মনিত লেখাপড়া করতেছে কি-না খোজ খবর রাখারা অনলাইন,সংসদ টিভিতে রেডিওতে পাঠদান প্রচার হচ্ছে দেখার জন্য এছাড়া কোন কাজ নাই।খবর নিয়ে জানা গেলো শিক্ষথীরা তেমন আগ্রহ করে দেখছে বা পড়ছে না অভিভাবক দের বলে হয়েছে।তবে শিক্ষাকরা ভাবছে শিক্ষাথীকে পরর্বতী ক্লাসে কীভাবে উর্ত্তীণ করা যায় সে পদ্ধতি খুজেছে। এছাড়া নিরা পত্তার কথা বিবেচনা করে সরকার ছুটির মেয়দ ৩অক্টোবর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়েদ ও বাড়িয়েছে সরকার।এই বিষয় প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সেকর রঞ্জ ভোক্ত বলেন শিক্ষকদের বাড়ীতে থেকে একটুও অলসত হওয়ার সুযোগ নাই একটা স্কুলে ১০০জন্য শিক্ষাথী থাকলে ৫জন শিক্ষক ২০জন করে ভাগ করে অনলাইন পাঠদান করাতে হয় তবে শিক্ষ প্রতিষ্ঠান খুলার পর সব অলসত দুর হয়ে যাবে শিক্ষার্থীদের পাঠদানের জন্য সব শিক্ষক ব্যস্ত হয়ে পড়বে আমরা মনিটরিং করতেছি।