মুকসুদপুরে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যাবন্ধের দাবিতে মানববন্ধন

দেলোয়ার হোসেন ,মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের মুকসুদপুরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন, ধর্ষন, গণহত্যা ও উচ্ছেদ বন্ধের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।“আলোকিত গোপালগঞ্জ” মুকসুদপুর উপজেলা কমিটির আয়োজনে মিয়ানমারের রাখাইন রাজৈ গণহত্যা গণর্ধষন, নির্যাতন ও বাড়ীঘর আগুনে জালিয়ে পুড়িয়ে দেওয়া এবং অবৈধ উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মুকসুদপুর কলেজমোড়ে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব উন নুর ছিরু মিয়া, দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি শরদার মজিবুর রহমান, “আলোকিত গোপালগঞ্জ” কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার সালাউদ্দিন রানা, “আলোকিত গোপালগঞ্জ”কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জামাল হোসেন, “আলোকিত গোপালগঞ্জ” মুকসুদপুর উপজেলা কমিটির সহ-সভাপতি শওকত আলী প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন “আলোকিত গোপালগঞ্জ” মুকসুদপুর উপজেলা কমিটির সভাপতি কবির হোসেন। অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন, ধর্ষন, গণহত্যা ও উচ্ছেদ বন্ধের দাবি এবং তাদেরকে নিজ দেশে ফেরত নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

 

পূর্ববর্তী নিবন্ধটেলিটকের বুথ থেকে কথা বলতে পারবেন রোহিঙ্গারা: তারানা হালিম
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ইস্যুতে ভারত-চীনের বক্তব্য বিবেচ্য নয়: প্রধানমন্ত্রী