মুকসুদপুরে রাস্তার উপর পাটে আশ ছাড়ান চলাচলে দুর্ভোগ; দুর্ঘটনার আশঙ্কা

দেলোয়ার হোসেন ,মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তার উপর কৃষাণ কৃষাণীরা পাটে আশ ছাড়ান,যে কোন সময় বড় রকমের দুর্ঘটনার আশস্কা করছে এলাকাবাসী পথচারীসহ যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।মুকসুদপুর-বরইতলা রাস্তার কমলাপুর জলিরপার রাস্তার টেংরাখোলা রাজপাট রাস্তার উপর বিভিন্ন স্থান প্রতিদিন এসব রাস্তায় উপর বসে সকাল থেকে শুরু করে সন্ধ্য পর্যন্ত শত শত কৃষাণ কৃষাণীরা পাটের আশ ছাড়ান হয়। সরজমিন ঘুরে দেখা গেছে মুকসুদপুর- বরইতলা চাওচা ব্রীজের সংলগ্ন দক্ষিন পার্শ্বে রাস্তার উপর মুকসুদপুর-জলিরপার রাস্তার বাশবাড়ীয়া নামক স্থানে কৃষাণ কৃষাণীরা পাটের আশ ছাড়ান। নাম বলতে ইচ্ছু না কৃষাণ জানায় এইভাবে রাস্তার উপর দুই পাশে বসে পাটের আশ ছাড়ানো হয় আমাদের অঞ্চলের সবখানে পানি। উপজেলায় বেশ কিছু অঞ্চল আছে বর্ষার পানি নাই সেই সব অঞ্চলের কৃষকরা পাট নিয়ে দক্ষিন অঞ্চলের নিয়ে পানিতে পাট পোচন করে।পাটচাষী বলেন বর্ষার পানি না হওয়ার কারনে পাট নিয়ে বিপদে পড়তে হয় নছিবন ভাড়া করে পাট নিয়ে দক্ষিন অঞ্চলের নিয়ে পানিতে পাট পোচন করি। পথচারী বলেন রাস্তার উপর বসে আশ ছাড়ানো হয় আমরা দুর্ঘটনার আশঙ্কা করি চলাচলকারী বাসের চালক জানায় রোড দখল করে পাটের আশ ছাড়ান আমরা সব সময় দুর্ঘটনার আশঙ্কার মধ্যে থাকি। রাস্তায় সব ধরণের যানবাহন চলাচল করে স্বাভাবিকভাবেই পথচারী ও যানবাহন চলাচলে অসুবিধা হয় কর্তৃপক্ষ বিষয়টি দেখেও দেখে না এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

 

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দরে ফেলে যাওয়া শিশু ফাতেমার ভাগ্য নির্ধারণ ১৬ আগস্ট
পরবর্তী নিবন্ধমুকসুদপুর ইউসিসির বার্ষিক সমাবেশ