মুকসুদপুরে মুক্তিযোদ্ধা সাহেব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মুকসুদপুর উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও পশারগাতী ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

সোমবার সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা সদরের সোনালী ব্যাংক সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সাহেব আলী হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানবববন্ধন চলাকালে নিহতের স্ত্রী মোছা: আছিয়া বেগম, মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ মল্লিক, ফিরোজ খান বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন দ্রুত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী আমাদের।

প্রসঙ্গত, গত ১২ জুন উপজেলার পশারগাতী ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা সাহেব আলী নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা: আছিয়া বেগম বাদী হয়ে মুকসুদপুর থানায় ২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধ৮৮৪৮ পুলিশ করোনায় আক্রান্ত
পরবর্তী নিবন্ধকরোনা জয় করে বাসায় ফিরলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী