মুকসুদপুরে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উপজেলা শাখা অফিস উদ্বোধন

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উপজেলা শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পাশে রিশাতলা ফিলিং স্টেশন ভবনে অফিস উদ্বোধন করা হয়৷
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি শেখ রাশেদুজ্জামান রেজোয়ান। মুকসুদপুর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি শাহ জাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অনিমা সরকার, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সরদার মজিবুর রহমান, জেলা কমিটির সহ-সভাপতি শেখ ইকবল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাধারন সম্পাদক নুরু শেখ।
অনুষ্ঠান শেষ জেলা কমিটি উপজেলা কমিটির সাংগঠনকি কার্যক্রম গতিশিল করতে কমিটি হস্তান্তর ও দশ হাজার টাকার চেক প্রদান করে৷

পূর্ববর্তী নিবন্ধভারত থেকে সব দেশে টিকা রফতানির অনুমতি আছে : সিরাম সিইও
পরবর্তী নিবন্ধভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী