মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উপজেলা শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পাশে রিশাতলা ফিলিং স্টেশন ভবনে অফিস উদ্বোধন করা হয়৷
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি শেখ রাশেদুজ্জামান রেজোয়ান। মুকসুদপুর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি শাহ জাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অনিমা সরকার, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সরদার মজিবুর রহমান, জেলা কমিটির সহ-সভাপতি শেখ ইকবল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাধারন সম্পাদক নুরু শেখ।
অনুষ্ঠান শেষ জেলা কমিটি উপজেলা কমিটির সাংগঠনকি কার্যক্রম গতিশিল করতে কমিটি হস্তান্তর ও দশ হাজার টাকার চেক প্রদান করে৷