মুকসুদপুরে মাদকাসক্তি প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি কর্মসূচী

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ :

‘মাদকাসক্তি রুখবো, সমৃদ্ধ বাংলাদেশ গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মাদকাসক্তি প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় সভাকক্ষে প্রশিকা মুকসুদপুর উন্নয়ন এলাকার আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠিত কর্মসূচীতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রণীর ২শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রশিকা কেন্দ্রীয় ব্যবস্থাপক মো.নুরুল ইসলাম।

পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে আলোচক ছিলেন প্রশিকা সিনিয়র সহকারী পরিচালক আ. রহিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রশিকা বিভাগীয় ব্যবস্থাপক রনজিৎ কুমার দাস। সভার সঞ্চলনা করেন প্রশিকা মুকসুদপুর এলাকা ব্যবস্থাপক মো: নাসির উদ্দিন খান।

পূর্ববর্তী নিবন্ধনাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধথমথমে কুয়েট, ক্লাস-পরীক্ষা বন্ধ