মুকসুদপুরে মশাক নিধক,পরিচ্ছন্নতা অভিযান র‌্যালী

দেলোয়ার হোসেন ,মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

বর্তমানে ডেঙ্গুর প্রকোপ এত বেশি গোপালগঞ্জের মুকসুদপুরে এর প্রকোপ পরতে না পরে সেই উপলক্ষে মশাক নিধক,পরিচ্ছন্নতা অভিযান র‌্যালী”নিজের অঙ্গিনা পরিস্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি”এই স্লোগানকে সামনে রেখে উপজেলায় প্রশাসান উদ্দ্যেগে মশাক নিধক,পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনামুলক র‌্যালী আয়োজন করেন।
১ আগস্ট বৃস্পতিবার সকালে উপজেলা চত্বর একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন ফারুক খান মিলনায়তনে সামনে শেষ করে এসময় র‌্যালীতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির হোসেন মিয়া,উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আতিকুর রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম ভাইস চেয়ারম্যান তাপশি রানি দূর্গা উপজেলা সিনিয়ির মৎস্য অফিসার খায়রুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)এসএম ফইজুর ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর পৌরসভার কাউন্সিলার আনোয়ার হোসেন মুন্সী,জাকির হোসেন মিয়া,বাকী সরদার প্রমুখ। র‌্যালী শেষ করে উপজেলা চত্বর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধকল্লাকাটনি’ শিরোনামে গান, ফটিকছড়ির আলমগীর বিন কবিরের বিরুদ্ধে মামলা 
পরবর্তী নিবন্ধরজব হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭