মুকসুদপুরে ভ্যাকসিন প্রদান কর্মসূচী পরিদর্শন করলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি, দেলোয়ার হোসেন:
গোপালগঞ্জের মুকসুদপুরে মুজিব বর্ষে”স্বাস্থ্য ক্ষেত্রে একধাপ এগিয়ে যাবে” সারাদেশের ন্যায় একদিনে এক কোটি কোটি ভ্যকসিন প্রদান কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৬ ফেব্রুয়ারী শনিবার সকালে পুরাতন মুকসুদপুর কমিউনিটি ক্লিনিক নামক স্হান গনটিকা কেন্দ্র পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শহিদা সুলতানা। এসময়ে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ মোঃ জোবায়ের, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রায়হান ইসলাম শোভন, থানা অফিসার ইনচার্জ মোঃআবুবকর মিয়া,জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ও মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক কাজী মোঃওহিদুল ইসলাম, পরিদর্শন শেষে জেলা প্রশাসক মহোদয় সকলকে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানান এবং মুকসুদপুর উপজেলা প্রশাসন,রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিত্ব, চিকিৎসক,এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের ধন্যবাদ জানান কোভিড ভ্যাকসিন প্রদান প্রথম ডোজ সফল ভাবে শেষ করার জন্য।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের