হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:
দেশের ক্রমবর্ধমান আর্থিক সেবাদানকারি প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেট মুকসুদপুর শাখা কর্তৃক ৬ জন উচ্চ শিক্ষার্থীকে ৪ বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করেছে। মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশলাফুল আলম শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা বৃত্তি প্রদান করেন।
১ এপ্রিল শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়া মুকসুদপুর শাখা প্রধান মনিরুল ইসলাম। শাখার ম্যানেজার অপারেসন্স কুতুবউদ্দীন মুন্সীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি মোহাম্মদ মাসুম, মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আলী মিয়া এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হারুন শেখ।
ব্যাংক এশিয়া মুকসুদপুর শাখা প্রধান মনিরুল ইসলাম জানান তাদের ব্যাংকের ধারাবাহিক কার্যক্রম হিসেবে এবছর মুকসুদপুর উপজেলার ৬ জন উচ্চ শিক্ষার্থী ৪ বছরের জন্য প্রতিবছর শিক্ষা খরচ বাবদ ৫১ হাজার টাকা ব্যাংক এশিয়ার তহবিল থেকে বৃত্তি পাবেন। মুকসুদপুর এলাকার বৃত্তিপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ত্রিবিদ নারায়ন মুখার্জী তনয়, ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মাসুননাহার বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সম্রাট শেখ, সজীব আল মাসুদ. ইমন শেখ এবং হারুন শেখ।