মুকসুদপুরে ব্যক্তি উদ্যোগে একশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তি উদ্যোগে করোনার কারনে ঘরবন্দি একশত শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীর হেলথ টেকনোলজি ইনিষ্টিটিউটের সহকারী পরিচালক ডাক্তার তরুন মন্ডল ও একটি ঔষধ কোম্পানীর গোপালগঞ্জ প্রতিনিধি গৌর মজুমদার এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আজ বুধবার সকালে মুকসুদপুর উপজেলার ধর্ম রায়েরবাড়ি গ্রামে শ্রমজীবী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল ও সাবান।

পূর্ববর্তী নিবন্ধকরোনা আক্রান্ত ব্যাংকার পাবেন ১০ লাখ, মারা গেলে ৫ গুণ
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে নিহতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৬শ’জনের বিরুদ্ধে মামলা