মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন


মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

“পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৮ পালিত হয়েছে। বুধবার সকালে মুকসুদপুর ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঠ্য রালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী । উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাহমুদুর রহমান, ডা. বুদ্ধদেব মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর থানার অসি তদন্ত ইদ্রিস আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি ছিরু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী নীনা আফরোজ, স্বপ্না খানম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্ষক শিপ্রা রানী, পরিবার পরিকল্পনা পরিদর্শক সালাউদ্দিন মল্লিক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল হাসিম, ইউনিয়ন পরিষদ উজানী ইউনিয়ন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র জলিরপাড়, বেসরকারী সংস্থা সূর্যের হাসি ক্লিনিক কে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয় ।
এছাড়াও বিশ্বজনসংখ্যা দিবসে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি, সংশ্লিস্ট জিও এনজিও, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন ঈদ মেগা ডিজিটাল ক্যাম্পেইন গাড়ি পেয়ে আরাধনের উচ্ছ্বাস
পরবর্তী নিবন্ধদেশে বিএনপি-জামায়াতের রাজনীতির প্রয়োজন নেই: নানক