মুকসুদপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহে আলোচনা সভা

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সপ্তাহ পালন করা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক কাজী ওহিদ, হাফিজুর রহমান লেবু, মেহের মামুনসহ অনেকে। অনুষ্ঠানে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সম্পর্কে বিস্তর আলোচনা তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অরিন্দম ভক্ত পিংকু।

পূর্ববর্তী নিবন্ধসাপ জড়িয়ে বিতর্কের মুখে অনন্যা পাণ্ডে
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন শীর্ষক কর্মশালা