মুকসুদপুরে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

?

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি প্রোণদনা কর্মসূচি আওতায় ২০২১-২২রবি মৌসুমের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ২৪শ৬০ এসময় প্রতিজন কৃষকের মাঝে গম ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি, ভুট্রা বীজ ২ কেজি, সরিষা বীঝ ১ কেজি, সূর্জমুখী ১ কেজি, পেয়াজ বীজ ১ কেজি, মুগ বীজ ৫ কেজি, মশুর বীজ ৫ কেজি, খেসারি বীজ ৮ কেজি, চীনা বাদাম বীজ ৮কেজি হারে বিতরণ করা হয়।

কৃষকদের আবাদ বৃদ্ধি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার ড.মুহাম্মদ. মনিরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা,উপজেলায় সিনিয়র মৎস্য অফিসার খায়রুল ইসলাম পাভেল, মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ চৈতন্য পাল,উপ-সহকারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অভিমান্য চন্দ্র,সাংবাদিক সরদার মজিবুর রহমান প্রমুখ। উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ অফিস সূত্রে জানান, মুকসুদপুর পৌরসভাসহ উপজেলার ১৭টি ইউনিয়নে ২৪শ৬০ জন কৃষকের মাঝে ২০ কেজি গমের বীজ ও ১০ কেজি করে রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকারচুপি করলে এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইসি আলমগীর
পরবর্তী নিবন্ধআহত র‍্যাব সদস‍্য সোহেল বড়ুয়া শঙ্কামুক্ত : চিকিৎসক