মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ফাইল ছবি

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে দেশের দ্বিতীয় বৃহত্তর জলাভূমি চান্দার বিলের ১ হাজার জনগোষ্ঠী বিনামূল্যে পেয়েছে চোখের আধুনিক চিকিৎসা।
রোববার উপজেলার বাঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল, অরবিস ও সাইটসেভার্স দিনব্যাপী ডায়বেটিক রেটিনোস্কিনিং ক্যাম্প করে বিল এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির ডায়বেটিস ও চক্ষু রোগের সেবা প্রদান করে। চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তারা এ সেবা প্রদান করেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে ঔষুধ ও চশমা দেয়া হয়। এছাড়া এ ক্যাম্প থেকে ছানি অপারেশনের জন্য ৩০ জন রোগীকে বাছাই করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধতিন মাসে পুঁজিবাজারে না এলে বীমা কোম্পানির সনদ বাতিল: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গুলশান শাখা স্থানান্তরোত্তর শুভ উদ্বোধন