মুকসুদপুরে বিদেশী সহযোগিতায় নির্মিত মসজিদ উদ্বোধন

মেহের মামুন, মুকসুদপুর,গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
গোপালগঞ্জের মুকসুদপুরে সংযুক্ত আরব আমিরাতের এক নারী ব্যবসায়ির আর্থিক সহযোগিতায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। শারজাহ নগরির সমাজসেবক ও ব্যবসায়ি আয়শা মোহাম্মদ আলী আল নোমানি আল সামচি শুক্রবার দুপুরে তিনি মসজিদটি উদ্বোধন করেন এবং তার সাথে নারী পুরুষ মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার মুসল্লি আজ জুম্মার নামাজ আদায় করেন।

জানাগেছে সংযুক্ত আরব আমিরাতের দুুবাই শারজাহ নগরীর শিক্ষা প্রতিষ্ঠানের এবং তেল ব্যবসার কর্ণধার ও নারী সমাজসেবক আয়শা মোহাম্মদ আলী আল নোমানি আল সামচি এর ব্যক্তিগত উদ্যোগে মুকসুদপুর পৌরসভার হোগলাডাঙ্গা গ্রামে ৫৬ শতক জমির উপরে একটি সুরম্য এবং পুর্ণাঙ্গ মসজিদ কম্পপ্লেক্স নির্মান কাজ শুরু করেন প্রায় দেড় বছর আগে। সম্প্রতি সমসজিদ এর নির্মান কাজ শেষ হলে দুবাই থেকে এসে মসজিদটি আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন। উদ্বোধনি সভায় আয়শা মোহাম্মদ আলী আল নোমানি আল সামসি উপস্থিত মুসল্লিদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মুকসুদপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস আয়শার ভাগ্নে ও শারজা নগরীর টেলিযোগাযোগ কর্মকর্তা মোহাম্মদ ওমায়ের, মুকসুদপুর বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ শাহাদাত হোসেন মিজান, সাংবাদিক শহীদুল ইসলাম বেলায়েত, ছিরু মিয়া, মনিরুজ্জামান মুন্সী, সামচুদ্দীন মাতুব্বর ও আবদুল আওয়াল প্রমুখ। মসজিদে জুম্মার নামাজএর ইমামতি করেন আবদুল্লাহ মোস্তফা। উদ্বোধনী দিনে প্রায় সাড়ে চার হাজার মুসল্লি জুম্মার নামাজ আদায় করেন। মসজিদ কমিটির সভাপতি আবদুল আওয়াল জানান এই সমজিদে একসাথে আড়াই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা ব্যবস্থা আছে।

পূর্ববর্তী নিবন্ধমন খারাপের কিছু নেই, অবশ্যই উৎক্ষেপণ হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপ ‘বঙ্গবন্ধু-১’