মেহের মামুন, মুকসুদপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের মুকসুদপুরে স্নাতক (ডিগ্রি পাস ১ম বর্ষ) পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা খেয়ে ১বছরের কারাদন্ড হয়েছে জয়দেব শিকদার (২২) নামে এক যুবকের। মঙ্গলবার দুপুরে মুকসুদপুরের সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন শাহিন এই রায় দেন।
মুকসুদপুর কলেজ অধ্যক্ষ আবুল হোসেন জানান মুকসুদপুর কেন্দ্রে মঙ্গলবার সকালে স্নাতক পর্যায়ে (ডিগ্রি পাস ১ম বর্ষ) সামাজিক বিজ্ঞান পরীক্ষায় রবিন শিকদারের পরিবর্তে মুকসুদপুর উপজেলার ইন্দুহাটি গ্রামের গুরুপদ শিকদারের ছেলে রবিন শিকদারের পরিবর্তে একই গ্রামের সুকুমার শিকদারের ছেলে জয়দেব শিক্দার পরীক্ষায় অংগ্রহণ করে। বিষয়িিট দায়িত্বরত নির্বাহী ম্যাজিট্রেট এর সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করলে আসল তথ্য রেবিয়ে আসে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বাক্ষী প্রমানের ভিত্তিতে অভিযুক্ত জয়দের শিকদারকে ১ বছরের কারাদন্ড দেন।