মুকসুদপুরে বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

মেহের মামুন, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী নৈশ কোচের চাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার সুন্দরদী গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে ও মুকসুদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন ঠাকুর (২২), একই উপজেলার চন্ডিবর্দি গ্রামের আনোয়ার সরদারের ছেলে ফয়সাল সরদার (৩০) ও লখাইরচড় গ্রামের শফি মিয়ার ছেলে লিয়াকত মিয়া (৩২)।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন জানান, নিহতরা একই মটর সাইকেলে করে মুকসুদপুর কলেজ মোড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে ফয়সাল সরদার মারা যায়, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল-আমিন ঠাকুর ও আশঙ্কজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিয়াকত মিয়া মারা যান।
দুর্ঘটনার পর বাসের চালক বেপরোয়া ড্রাইভিং করে মোটরসাইকেলকে টেনে প্রায় ১ কিমি দুরে নিয়ে যায়। মোটর সাইকেলটিকে বাসে টেনে নিয়ে যাওয়ার ফলে বাসটি ফরিদপুর জেলার সালথা থানার চন্ডিবরদীএলাকায় গিয়ে আগুন ধরে যায়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের কোন যাত্রী হতাহত হয়নি। মুকসুদপুর থানার ওসি আরো জানান, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী মাদরাসায় আল্লামা শফীর মরদেহ
পরবর্তী নিবন্ধরাজধানীতে ছুরিকাঘাতে বাস কাউন্টারের সুপারভাইজারের মৃত্যু