মুকসুদপুরে বাই সাইকেল পেল ২৫ ছাত্রী

মেহের মামনু, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: “আপন আলো জ্বালো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫ ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও বিভিন্ন স্কুল মাদ্রাসায় হাইজেন কিটস বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার গোহালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২টি হাইস্কুলের ২৫ জন ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। গোপালগঞ্জের এলজিএসপি- ৩ প্রকল্পের আওতায় মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন পরিষদের অর্থায়নে মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও ২৯০ টি হাইজেন কিটস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রসাশক সাহিদা সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন গোপালগঞ্জের ডিডি এলজি ইলিয়াসুর রহমান, ডি এফ এলজি এসপি গৌরাঙ্গ কুমার কুন্ডু, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, গোহালা ইউপি চেয়ারম্যান শফিকুল আলম মোল্যা, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল, গোহালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অলিয়ার খান, গোহালা টিসিএএল ইচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম উকিল, পূর্ব নওখন্ডা সিদ্দিকিয়া আলীম মাদ্রাসার সহ-সুপার মাওলানা লাভলু মিনা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন লুৎফর রহমান রিপন। গোপালগঞ্জ জেলা প্রসাশক শাহিদা সুলতানা জানান, ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে বাই সাই ও হাইজেন কিটস বিতরণ করা হয়েছে। আশা করি তাদের বিদ্যালয়ে আসতে সুবিধা হবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী জানান, গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১টি বাইসেকল, ৭৩টি হাইজেন কিটস, গোহালা টিসি এ এল উচ্চ বিদ্যালয়ে ১৪টি বাই সাইকেল ও ১৪৯টি হাইজেন কিটস এবং পূর্ব নওখন্ডা সিদ্দিকিয়া আলীম মাদ্রাসায় ৬৮টি হাইজেন কিটস বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৭৩৬
পরবর্তী নিবন্ধদুই সন্তানের মরদেহ নিয়ে হাইকোর্টে বাবা