মুকসুদপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মুকসুদপুর সরকারী এসজে উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন সর্ব প্রথম বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সকলেই যানেন আজকের দিন আমাদের জন্য আনন্দের যদিও ১৬ই ডিসেম্বর আমরা মুক্তিযুদ্ধে জয় লাভ করেছিলাম কিন্তু বঙ্গবন্ধু ফিরে আসার আগপর্যন্ত আমরা স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পারিনি। ১৯৭২ সালের ১০ই জানুয়ারী বঙ্গবন্ধু দেশে ফিরে আসার পরই আমরা স্বাধীনতার যে আনন্দ মুক্তির যে আনন্দ সেটা উপভোগ করেছি।
আলোচনা সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শাহ আকরাম জাফর, আবু জাফর মিয়া, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান টুটুল, মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সিরাজুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্যা, সালাউদ্দীন মিয়া, সাব্বির খান, সদস্য বিপ্লব মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিকা তাপসী বিশ্বাস দুর্গা, মেহেবুবা তিথি, উপজেলা যুবলীগের সভাপতি জহির হাসান টিটো, সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রনি প্রমুখ।

 

পূর্ববর্তী নিবন্ধএখনো অনেক কোম্পানির শেয়ার আন্ডার প্রাইজে রয়েছে জেট ক্যাটাগারি থেকে সাবধান থাকতে হবে: মির্জ্জা আজিজ
পরবর্তী নিবন্ধমজুরির তিনটি গ্রেড সমন্বয় হবে : শ্রম সচিব