মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়িাম মেম্বার মুহাম্মদ ফারুক এমপির নামে অনুষ্ঠিত ফারুক খান সেরা প্রতিভা অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে এবং পুরস্কার বিতরণী হয়েছে। ১৩ এপ্রিল শুক্রবার সকালে মুকসুদপুর এস জে উচ্চ বিদ্যালয় মাঠে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ২০১৩ সাল থেকে চলে আসা ফারুক সেরা প্রতিভায় সঙ্গীতে এবং নৃত্যে প্রায় ৩ শতাধিক শিল্পী অংশ গ্রহণ করে। সঙ্গীতে ১ম হয়েছে অনন্যা কর্মকার ২য় মাহমুদুল হাসান রুবেল এবং ৩য় মৌমিতা মন্ডল দোলা । নৃত্যে ১ম হয়েছে পর্সিয়া দাস, ২য় আফসানা জামান মেঘলা, ৩য় মাসুমা আক্তার মিনা, এবং ৪র্থ হয়েছে তাহেরাতুন নুর ডায়না। বিজয়ীদের ল্যাপটপ ও সনদপত্র প্রদান করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফারুক এমপি বলেন যারা বিজয়ী হয়েছো তাদের জন্য শুভ কামনা রইল এবং যারা বিজয়ী হতে পারোনি তারা আগামীতে আরো ভাল কিছু করে দেখাবে। এসময় তিনি আরো বলেন তার নির্বাচনী এলাকা থেকে সেরা প্রতিভাবানদের জন্য আমি সর্বোচ্চ চেস্টা করবো জাতীয় কোন অনুষ্ঠানে তাদের অংশ গ্রহন করানোর জন্য। এবছর থেকে নিয়মিত ভাবে ফারুক খান সেরা প্রতিভা অনুষ্ঠিত হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহ-সভাপতি শাহ আকরাম জাফর, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, মহিউদ্দিন আহম্মেদ মুক্তু, সিরাজুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাব সম্পাদক হুজ্জাত হোসেন লিটু, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক কাবির মিয়া, সিমেক্স গ্রুপের চেয়ারম্যান তোফায়েল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আশিকুর রহমান রনি ও মাহবুব হাসান বাবর। অনুষ্ঠানটির স্পন্সর করেছে সিমেক্স গ্রুপ অফ কোম্পানীর সৌজন্যে।