মুকসুদপুরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাস

দেলোয়ার হোসেন ,মুকসুদপুর গোপালগঞ্জ,প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলাফল প্রকাশ ও শতভাগ পাস।২৪ডিসেম্বর সোমবার দুপুরে সভকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আশ্রাফুল আলম শিমুলের হাতে শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল তুলে দেন প্রাথমিক শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম।সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আক্তার হোসেন শাহীন সভায় বক্তব্য দেন সহকারী শিক্ষা অফিসার সিহাব খান,ঝিলুর রহমান জাকিরহোসেন মিয়া,মনি মহন বাড়ৈ,আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু ১নং টেংরাখোলা মডেল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওহিদুর ইসলাম,নুরুইসলাম বাকী আছমা খানম প্রমুখ। উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করছে ৬হাজার ৭শ২৮জন এবতেদায়ী ৬শ২৯জন শিক্ষাথী জিপিএ-৫-৮শউপজেলা প্রায় ২শ বিদ্যালয় মধ্যে ১০টি বিদ্যালয় মেধার তালিকা রয়েছে টেংরাখোলা মডেল, দিগনগর, এস,জে, জলিলপাড়, কহলদিয়া, নগসুন্দদী, বাজার বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়।

 

পূর্ববর্তী নিবন্ধসেনাবাহিনীকে বিতর্কিত না করতে বিএনপির প্রতি আহ্বান
পরবর্তী নিবন্ধপটিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৬৮তম শাখার শুভ উদ্বোধন