মুকসুদপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে দুই সন্তানের জননী পিঞ্জিরা বেগম (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বাড়ীর লোকাজনের বিরুদ্ধে । শনিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার কাশালিয়া ইউনিয়নের মালদিয়া গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে ।
অভিযোগে জানাযায়, মুকসুদপুর উপজেলার রঘুয়ারডাঙ্গা গ্রামের সৈয়াদ বেগের মেয়ে পিঞ্জিরা বেগমের প্রায় ১২ বছর পূর্বে একই উপজেলার কাশালিয়া ইউনিয়নের মালদিয়া গ্রামের মৃতঃ আব্দুল খালেক শেখের ছেলে কিরন শেখের সাথে বিয়ে হয়। স্বামী কিরন শেখ ছুটিতে এসে প্রায় ১বছর পূর্বে পুনরায় মালয়েশিয়া চলে যায়। স্বামী কিরন শেখ বাড়ী না থাকার সুযোগে শশুর বাড়ীর লোকজন গৃহবধূ পিঞ্জিরাকে বাড়ী থেকে তাড়ানোর জন্য প্রায় নির্যাতন করতো । এরই জের ধরে শনিবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে গৃহবধূ পিঞ্জিরা বেগমকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে পার্শ্ববর্তী ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয় বলে নিহত পিঞ্জিরা বেগমের বাবা সৈয়াদ বেগ ও ভাই হাইউম বেগ দাবি করেন। নিহতের ভাই হাইউম আরো জানান, আমার ভাগ্নি চাঁদনি (৯) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে জানায় যে, আমার মাকে কারা যেন হত্যা করে পাশের একটি ঘরে ঝুলিয়ে রেখেছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে ।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবাজেট ঘোষণার পরের কার্যদিবস পতন শেয়ারবাজারে