মুকসুদপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ৩ আসামি ছিনতাই, ৩৮ জনকে আসামী করে মামলা

মেহের মামুন (গোপালগঞ্জ ) প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের উপর হামলা চালিয়ে তিন আসামীকে ছিনিয়ে নিয়েছে আসামী পক্ষের লোকজন। ছিনতাইয়ের সময় আসামীর পক্ষের লোকজনের হামলায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের ভাটরা গ্রামের মোড়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটে। এঘটনায় খান্দারপাড় ইউপি চেয়ারম্যান সাব্বির খানকে প্রধান আসামী করে চিহিৃত ৩৮ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি মামলা রুজু হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করার জন্য ৫ জনকে আটক করা হয়েছে। তবে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। তবে শনিবার রাত থেকে বেজড়া ভাটরা গ্রামে পুরুষ শুণ্য রয়েছে।এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানিয়েছেন ইতোমধ্যে গোপালগঞ্জ জেলা থেকে একটি বড় পুলিশের বহর মুকসুদপুরের খান্দারপাড়ায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করতে পারলেও হাতকড়া নিয়ে ছিনিয়ে নেয়া আসামীকে পুণরায় গ্রেফতার করতে পারেনি। মুকসুদপুর থানা পুলিশের সাব ইনেসপেক্টর হায়াতুর রহমান এই মামলার বাদী এবং মুকসুদপুর থানার সাব ইনেসপেক্টর শওকত হোসেন আসামী ছিনতাই মামলার তদন্তকারি কর্মকর্তা। মামলা নং ১০ তারিখ ৯ মে ২০২০। তবে এই মামলার মুকসুদপুর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার আনোয়ার হোসেন ভুইয়া, গোপালগঞ্জ পুলিশ সুপার সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন। পুলিশের অপর একটি সুত্র জানিয়েছেন পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামী ছিনতাই ঘটনায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শওকত হোসেন জানান অভিযান চালিয়ে বেজড়া গ্রামের এয়ার খাঁ, সোহেল. শরিফুলসহ ৫জনকে আটক করা হয়েছে। এরা ঘটনার সাথে জড়িত কি না তা জিজ্ঞাসাবাদ করা হবে। স্থানীয় প্রতক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তা সূত্রে জানাগেছে, গত বুধবার (৬ মে) মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের খোদ্দর দুর্বাশুর গ্রামের জাকির মেম্বারের সাথে একই গ্রামের আলো খন্দকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আলো খন্দকারের লোকজন জাকির মেম্বার ও তার সমর্থকদের ৫টি বাড়িঘর ভাংচুর করে লুটপাট চালায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৭ মে) জাকির মেম্বারের স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে ৫৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৩৭১০৫/ ০৭.০৫.২০২০)। শনিবার দুপুর ৩ টার পরে এ মামলার আসামীদের ধরতে উপজেলার খোদ্দর দুর্বাশুর ও দিস্তাইল গ্রামে অভিযান চালায়। অভিযানে ছিলেন মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই মিজানুর রহমান, এসআই হায়াতুর রহমান, এস আই প্রতাপ চন্দ্র বিশ্বাস ও এ এস আই শামসুল হকসহ ১১ জনের একটি পুলিশ বাহীনি। ওই পুলিশ বাহীনি অভিযান চালিয়ে মুকসুদপুর থানার (মামলা নং ৩৭১০৫/ ০৭.০৫.২০২০) মামলার এজাহারভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করে। এরা হলো খোদ্দ দুর্বাশুর গ্রামের বকুল মোল্যার ছেলে নিজাম মোল্যা, সেকেন মোল্যার ছেলে নুরু মোল্যা, খবির মোল্যার ছেলে লেলিন মোল্যা এবং মনা কাজীর ছেলে মাসুদ কাজী। পরে আসামীদের নিয়ে মুকসুদপুর থানায় আসার পথে উপজেলার খান্দারপাড় ইউনিয়নের ভাটরা গ্রামে পৌঁছালে খান্দারপাড় ইউপি চেয়ারম্যান সাব্বির খান, বহুগ্রাম ইউপি চেয়ারম্যান সোহেল শেখ এবং সাব্বির খানের ছোট ভাই সজল খান পুলিশের গাড়ী গতিরোধ করে থামায়।

তবে খান্দারপাড় ইউপি চেয়ারম্যান সাব্বির খান বলেন, এজাহারভুক্ত আসামি না হওয়ায় পুলিশ ৩ জনকে ধরে ছেড়ে দিয়ে গেছে। তবে আসামি ছিনতাইর কোন ঘটনা ঘটেনি। পুলিশ উল্টো আমার ৫০-৬০ জন সমর্থককে লাঠি চার্জ করে আহত করেছে। বেশকিছু জনতা উত্তেজিত হয়ে পুলিশের প্রতি ইটপাটকেল ছুড়তে থাকে। এতে একজন পুলিশ অফিসারসহ ৭ পুলিশ সদস্য আহত হয়। এরমধ্যেই হাতকড়া অবস্থায় এ সময় পুলিশের কাছ থেকে আসামী নুরু মোল্যা ও মাসুদ কাজী, লেলিন মোল্যাসহ ৪ আসামী ছিনিয়ে নেয়। তাৎক্ষনিক ভাবে পরে ধাওয়া করে অপর এক আসামী নিজাম মোল্যাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: জসিম জোবায়ের জানান, শনিবার সন্ধ্যার পরে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এ এস আই শামসুল হক (৩০), কনেস্টবল রবিউল (২২), সাকিব (২০), সম্রাট (২২) আবুল হাসান (৩২), শাহ জালাল (৩৮) এবং শহিদুল নামে ৭ পুলিশ সদস্যকে চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে খান্দারপাড় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খান জানান বহুগ্রামের খোদ্দর দুর্বাশুর গ্রামে দু’পক্ষের মামলা আছে। পুলিশ এক পক্ষের লোকজন ধরে এনেছে। তারা ৩২৬ ধারার আসামী গ্রেফতার না করে জামিনযোগ্য ধারার আসামী গ্রেফতার করে। এলাকার জনগণ আমাকে তা জানালে আমি পুলিশকে আসামী ছেড়ে দিতে অনুরোধ করি। আমি কোন অপরাধ করিনি। মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ আরও জানান বহুগ্রাম খান্দারপাড়ের ঘটনায় প্রতিনিয়ত পুলিশ টহল দিচ্ছে। এদিকে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই ঘটনায় গোপালগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্তপক্ষ প্রতিমুহুর্তে ঘটনা তদারকি করছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন। তবে সব মিলিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ছাড়াল
পরবর্তী নিবন্ধকরোনায় কৃষি কার্যক্রম মনিটরিংয়ে ৬৪ জেলার দায়িত্বে কর্মকর্তারা