মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ,

গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) দুপুর ২টার সময় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড়ে এই ঘটনা ঘটে। নিহত মুনায়েম শেখ (৪) ঢাকপাড় গ্রামের মনু শেখের ছেলে। তার এই মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মনু শেখ জানান, দুপরে আমরা সবাই ঘরে খাইতে ছিলাম। আমার শিশু পুত্র মুনায়েম বাড়ির বাইরে খেলতেছিলো। পরে সে বাড়ির সকলের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে, সেখান থেকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কতর্ব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, ঢাকপাড় গ্রামে মুনায়েম নামে এক শিশু পানিতে ডুবে নিহতের ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্মসংস্থান ব্যাংক এর শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধসমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা, ১৯৬ রোহিঙ্গা আটক