মুকসুদপুরে পথশিশু সেবা সংগঠনের শীতবস্ত্র বিতরণ

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
“উষ্ণতার চাঁদরে শিশু থাকবে আদরে” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার প্রশন্নপুরে পথশিশু সেবা সংগঠনের উদ্যোগে দরিদ্র শিশু ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার বিকালে প্রশন্নপুরে খানপুরা রাজ্জাকিয়া এতিমখানা ও কওমী মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার দরিদ্র শিশুদের ১২৫ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি ফারজানা খুশি জানান হতদরিদ্রদের এবং পথশিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই সংগঠন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে হতদরিদ্র এবং এতিম খানার শিশুদের শীতের কষ্ট নিবারণের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো জানান আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়নে শিশুদের মাঝে শিতের জামা বিতরণ করা হয়েছে। এর আগে শিশুদের নামের তালিকা ও তাদের মাপ নিয়ে শীতের জামা তৈরি করা হয়েছে। এসময় সংগঠনের সদস্য আকাশ, তানভীর, রাজিব, রাকিব, রমজান, সাইফুল, নুসরাত, তন্বী, রানা, উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের এই উদ্যোগকে মানিবকতার একটি বিশেষ উদাহরণ মনে করছেন স্থানীয়রা।

 

পূর্ববর্তী নিবন্ধগণভবনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী চূড়ান্ত বৈঠকে
পরবর্তী নিবন্ধবিএনপির মেয়র প্রার্থী উত্তরে তাবিথ, দক্ষিণে ইশরাক