মুকসুদপুরে পত্রিকার হকাররা পেল সরকারী ত্রাণ সহায়তা

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন ও গৃহবন্দী পত্রিকার হকারদের সরকারী ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১০ জন হকারের হাতে প্রত্যেককে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, আধা কেজি তেল, ছোলা, চিনি ও লবন তুলে দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী । মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলামের তত্বাবধানে এসব খাদ্য সহায়তা পেল হকাররা। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক তারিকুল ইসলাম ও মেহের মামুন৷ পত্রিকার হকার রবিউল খন্দকার জানান, করোনাভাইরাসের কারণে পত্রিকা বন্ধ। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তারা। এমন পরিস্থিতিতে সরাকারী সহায়তা পেয়ে তাদের অনেক উপকার হলো। উল্লেখ্য কয়েকদিন কয়েকটি গণমাধ্যমে “সরকারী কোন খাদ্য সহায়তা পাইনি মুকসুদপুরের হকাররা” এই শিরোনামে খবর ছাপা হওয়ার পর প্রশাসনের দৃষ্টিতে আসায়। মুকসুদপুরে কর্মরত ১০ জন পত্রিকার হকার এই সরকারী খাদ্য সহায়তা পায়।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৬০২
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংক : সফলতার ২৭ বছর