মুকসুদপুরে নিত্য পণ্যের বাজার তদারকি ও ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য পণ্যের বাজার তদারকি ও চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিামানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৫ মার্চ ) বিকালে মুকসুদপুর সদর বাজারের নিত্য পণ্যের বাজার তদারকি করা হয়। এসময় বাজার মূলের চাইতে দাম বেশি রাখার দ্বায়ে ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিশেষ করে সদর বাজারের কাচা বাজার, ফলের দোকান, মুদি মালের দোকান ও মুরগী বাজার পরিদর্শন করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা: রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান। রমজান মাসে নিত্য পণ্যে ভেজাল দিলে ও দাম বেশি নিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্তা গ্রহণ পূর্বক সর্তকতা জারি করা হয়

পূর্ববর্তী নিবন্ধআইসিসিকে রাশিয়ায় নিষিদ্ধের প্রস্তাব
পরবর্তী নিবন্ধগণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর