মুকসুদপুরে নবনির্মিত স্কুল থেকে ফ্যান চুরি

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি নবনির্মিত সরকারি প্রাইমারি স্কুল থেকে ১২ টি সিলিং ফ্যান ( বৈদুতিক পাখা) চুরি হয়েছে। ২৩ মার্চ গভীর রাতে উপজেলার মুকসুদপুর পৌরসভার ১৫০ নং ভান্ডারিয়া সরকারি প্রাইমারি স্কুলে চুরি হয়।
মুকসুদপুর এলজিইডি ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস জেভি এর স্বত্বাধীকারি শাহ আলম শিকদার জানান কার্যাদেশ পেয়ে স¤পূর্ণ নির্মান কাজ শেষে কতৃপক্ষকে হস্তান্তর করার জন্য অপেক্ষায় ছিলেন।
২৩ মার্চ গভীর রাতে তারা ওই স্কুলের নতুন ভবনের তালা ও গ্রীল ভেংগে ৩ রুমের ১২ টি নতুন সিলিং ফ্যান নিয়ে যায়।এছাড়া তারা ওই ভনের দরজা, জানালা ক্ষতি করে। চুরি যাওয়া ফ্যানের মুল্য ৩৬ হাজার টাকাসহ সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ হাজার টাকা। এব্যাপারে মুকসুদপুর থানায় একটি লিখিত দেয়া হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক নমিতা দেবী জানান তাদের স্কুলে নৈশপ্রহরি কাম দপ্তরি না থাকায় চুরি হওয়ার সুযোগ পেয়েছে।
এব্যাাপারে মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার গোবিন্দ চন্দ্র দে জানান, একটি লিখিত আবেদন পাওয়া গেছে। চোর গ্রেফতার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করার চেষ্টা চলছে ।

 

পূর্ববর্তী নিবন্ধজনগণের আস্থার ঠিকানা সোনালী ব্যাংক, সে আস্থা ধরে রাখতে হবে: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধবর্ষায় ব্যাঙের ডাকের মতোই ফখরুলের বক্তব্য : ড. হাছান মাহমুদ