মুকসুদপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: দেশের শীর্ষস্থানীয় বহুল আলোচিত দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম বর্ষ পার করে ৯ম বর্ষে পর্দাপন উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কেক কর্ত্তন ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। মুকসুদপুর সদর ইদগাহ মার্কেটের ২য় তলায় মুকসুদপুর সংবাদ কার্যালয়ে মুকসুদপুর উপজেলা প্রতিনিধি সরদার মজিবুর রহমানের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু মিয়া, মুকসুদপুর সংবাদ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হায়দার হোসেন, মুকসুদপুর সংবাদের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান ফারুক, দৈনিক খবরের মুকসুদপুর প্রতিনিধি মো: ছিরু মিয়া, সাবেক ব্যাংকার ও কলামিষ্ট আমিরুল ইসলাম পাননু, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদ রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, টেংরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুল ইসলাম, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক তারিকুল ইসলাম, সাপ্তাহিক গোপালগঞ্জ কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাহিদ পারভেজ জনি, মুকসুদপুর সংবাদের সিনিয়র ষ্ট্যাফ রির্পোটার মেহের মামুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
পরবর্তী নিবন্ধপর্যটনসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী শ্রীলঙ্কা