মেহের মামুন, মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ৫০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩০জনকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হযেছে। মুকসুদপুর থানার পরিদর্শক সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার সকালে মুকসুদপুর উপজেলার পাঁচড়া ও পালপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।জানা গেছে, পাঁচড়া গ্রামের সজিব শেখ পাশ্ববর্তী গ্রামের রনি কাজীর কাছে ১৫ হাজার টাকা পেতেন। এই টাকা গতকাল চাওয়াকে কেন্দ্র করে দুই জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্ততঃ ৫০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মুকসুদপুর থানার পরিদর্শক সাজেদের রহমান জানান, সেখানকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রযেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।