মুকসুদপুরে তিন ফার্মেসিকে দুই লক্ষ টাকা জরিমানা

দেলোয়ার হোসেন (গোপালগঞ্জ) মুকসুদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর বাজারে অবৈধভাবে আমদানিকৃত ওষুধ, বিপুল পরিমানে মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রার বিহীন ঔষধ বিক্রীর অপরাধে তিন ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা সাড়ে বারোটায় মুকসুদপুর সদর বাজারে অভিযান পরিচালনা কালে তিন ফার্মেসী থেকে অবৈধভাবে আমদানিকৃত ওষুধ, বিপুল পরিমানে মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রার বিহীন ঔষধ জব্দ করা হয়। এসব মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রারবিহীন ঔষধ বিক্রি, স্যাম্পল রাখার অপরাধে কৃষ্ণা ড্রাগ হাউস কে ৫০ হাজার টাকা, শ্যামলী ড্রাগ হাউস কে ৮০ হাজার টাকা ও রায় ফার্মেসীকে ৭০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে গোপালগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক মহেশ্বর কুমার মন্ডল ও মুকসুদপুর থানার পুলিশ কার্যক্রমে সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধবইমেলায় আসছে রাষ্ট্রপতির ভাষণের সংকলন ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’
পরবর্তী নিবন্ধতুরস্কে বিমান ছিটকে পড়ে তিন টুকরা,নিহত ১