মুকসুদপুরে টিসিবি ডিলারদের সাথে মতবিনিময় সভা

মুকসুদপুর, গোপালগঞ্জ,প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারদের নিয়ে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী ও আবদুর রহমান মীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার বিষ্ণুপদ মজুমদার। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু জানান, মুকসুদপুর উপজেলার ২ হাজার ৯শ ৫৮ জন ভোক্তা টিসিবি’র ২৭ জন ডিলারের মাধ্যমে ৬০ টাকা দরে ২কেজি মশুর ডাল, ১শ টাকা করে ২ লিটার ভোজ্য তেল এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল পাবেন। এটা সুষ্ঠুভাবে বিতরণের জন্য প্রত্যেক ডিলারের সাথে একজন করে সরকারি অফিসার কে ট্যাগ করে দেয়া হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার বিষ্ণুপদ মজুমদার জানান, টিসিবি পণ্যের সাথে আগামী আগষ্ট মাস থেকে ৩৫ জন খাদ্য বান্ধব ডিলারের মাধ্যমে সারা উপজেলায় ১০ টাকা দরে প্রায় ৩ হাজার পরিবার খাদ্য সহায়তা পাবেন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে মৎস্য সপ্তাহে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধদানকর পরিশোধ করলেন ড. ইউনূস