মুকসুদপুরে টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ,মহিলাসহ ১০জন আহত

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । এ সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১০জন আহত হয়েছে । আহতদের মধ্যে সোনিয়া বেগমের (২২) অবস্থা আশংকাজনক । বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ননীক্ষীর গ্রামের কারিকর পাড়ায় এ ঘটনা ঘটে ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের কারিকর পাড়ায় বুধবার সকাল ১০টার দিকে টাকা লেনদেনকে কেন্দ্র করে রিপন ও মিকাইল ওরফে নেকোর সাথে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয় । আহতদের মধ্যে মুমুর্ষ অবস্থায় সোনিয়া বেগমকে (২২) প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা প্রেরন করা হয়েছে এবং মারাতœক আহত নাদিরা বেগম (২২), সাবিনা বেগম (২৭), মেরাজ মিয়া (৩০), ও তোতা মিয়াকে (৮০) মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমামলার আইও-প্রসিকিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ