মুকসুদপুরে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

হুজ্জাত হোসেন লিটু, মুকসুদপুর প্রতিনিধি:

মুকসুদপুরে গ্রীস্মকালিন জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মুকসুদপুর উপজেলার মাধ্যমিক বা তদোর্ধ অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্ত্হা ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ ভুইয়া জানান ৪৭তম স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতায় হান্ডবল, ফুটবল, সাতার, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১ টি ইভেন্টে বালক ও বালিকাদের মধ্যে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন করা হয়। কাবাডিতে চ্যাম্পিয়ান ফারুক খান উচ্চ বিদ্যালয় একাদশ এবং ফুটবলে চ্যাম্পিয়ান হয় মৌলভী আবদুল হাই স্কুল একাদশ।
৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ মাঠে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর পৌরমেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড আতিকুর রহমান মিয়া, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ ভুইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক সুনিল চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা ক্রীড়া পরিষদ সদস্য মেহবুবা তিথি প্রমুখ।

 

 

পূর্ববর্তী নিবন্ধকারও মুখের দিকে তাকিয়ে মনোনয়ন দেয়া হবে না: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসানি লিয়নের পর টিভি শো ‘বিগবসে’ নতুন চমক