দেলোয়ার হোসেন,মুকসুদপুর ( গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রশিক্ষিত যুব,উন্নয়ন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় যুব দিবস ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজিত র্যালী,আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরন করা হয়েছে।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে মুকসুদপুর কলেজের প্রভাসক মাহাবুব হাসান বাবরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃকাবির হোসেন মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অমিত কুমার রায়,কৃষি কর্মকর্তা ডঃমোহাম্মাদ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল আলম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি রানী দূর্গা, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ -সভাপতি মোঃ ছিরু মিয়া, এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃঅভিমান্য সাহা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃশহিদুল ইসলাম, মহিলা অধিদপ্তর কর্মকর্তা লাইলা খানম,সমাজ সেবা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, বি,ডি,পি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মুকসুদপুর প্রেসক্লাবের সহ – সভাপতি শহিদুল ইসলাম শহিদ, যুগ্ন সম্পাদক হাদিউজ্জামান হাদি,প্রচার সম্পাদক মোঃদেলোয়ার হোসেন,আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথি বৃন্দরা প্রশিক্ষন প্রাপ্ত ৩৭ জন যুব ও মহিলাদের মধ্যে ৯ লক্ষ ৪২ হাজর টাকার চেক বিতরন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।