মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তহ বর্ণাঢ্য র‌্যালী

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তহ একটি বর্ণাঢ্য র‌্যালী করছে মৎস্য অধিদপ্তর। “নিরাপদ মাছের ভরবো দেশ, বঙ্গবন্ধু”র বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজন জাতীয় সপ্তহ ব্যাপি ২৩ জুলাই ২৯ জুলাই পর্যন্ত কর্মসূচিতে রয়েছে একটি বর্ণাঢ্য র‌্যালী,উপজেলা সাংবাদিকদের মত বিনিময় সভা,বর্ণাঢ্য র‌্যালী, মাইকিং প্রচারণা, ব্যানার ফেস্টুন,পোনা মাছ অবমুক্ত করণ,আলোচনা সভা, প্রাম্যণ্য চিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে, মোবাইল কোট প্ররিচালনা ,হাট বাজার জনবহুল স্থানে মৎস্য উদ্বুদ্ধ করণ পালন করবে ।আগামী ২৯ জুলাই সকালে সমাপণী অনুষ্ঠান করবেন ।

২৪ জুলাই, রবিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করে উপজেলা ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আশ্রাফুল আলম শিমুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি শ্বিাস দূর্গা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান,উপজেলা প্রাণী সম্পদ অফিসার অভিমান্য চন্ড, ।স্বগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা আওয়ামী লীগের ত্রান সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম মৎস্য চাষী অচিন্ত সরকার প্রমুখ। সভা সঞ্চয়লনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর। আলোচনা সভা শেষে মৎস্য জীবীদের মধ্যে স্কেস পুরুকার প্রধান করেন অতিথিবৃন্দরা।

পূর্ববর্তী নিবন্ধসেন্সর পায়নি শুভ-ঐশী জুটির ‘নূর’, করতে হবে সংশোধন
পরবর্তী নিবন্ধএবার বিদেশেও মুক্তি পাবে ‘পরাণ’