মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

Exif_JPEG_420

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি: ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়েছে।

বুধবার (৭ জুন ) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এই পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী ১৩ জুলাই এই পুষ্টি সপ্তাহ শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

Exif_JPEG_420

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএচএফপিও ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাহিদুল ইসলাম সাগর, সাপ্তাহিক বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা। অনুষ্ঠানে বক্তারা পুষ্টিগুন, অপুষ্টিতে বিভিন্ন রোগের আশঙ্কাসহ পুষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে প্রাইভেটকারে বিবস্ত্র অবস্থায় নারী-পুরুষের মরদেহ
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার