মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

“খাদ্যের কথা ভবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ উদ্বোধন হয়েছে। ২৩ এপ্রিল সোমবার সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, ডা. রায়হান ইসলাম শোভন প্রমুখ। এসময় শিক্ষক, জনপ্রতিনিধি, এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ২৯ এপ্রিল রবিবার জাতীয় পুষ্টি সপ্তাহর কার্যক্রম শেষ হবে।

পূর্ববর্তী নিবন্ধমৃত ঘোষণা করা নবজাতকটির হার্টবিট কম
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৩০তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন