মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

“দুর্যোগ ঝুকি হ্র্বাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বণ্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ষ্টেশন দুর্যোগের মহড়া প্রদর্শন করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার মিজানুর রহমান, মুকসুদপুর ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার রাজীব হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজমলো না শাকিব-নুসরাতের শাহেনশাহ
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফন