মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:
“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে তাল মিলিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপ্ত হয়েছে। শনিবার বিকালে মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে মেলার সমাপ্তি অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। উপজেলা নির্বাহী অফিসার মো. তাসলিমা আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মাহমুদুর রহমান, মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল পাশা, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু, নির্বাহী সভাপতি শহিদুল ইসলাম বেলায়েত, সহ-সভাপতি সোহরাব উন নুর ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, মুকসুদপুর পল্লী বিদ্যুৎ ডিজিএম মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান , একটি বাড়ি একটি খামার অফিসার মো. ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন শাহীন। উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান সুচিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, দর্ষকদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণসহ নানান আয়োজন। এবারের মেলায় অংশগ্রহণ কারীদের তিন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়েছে। সেবা প্রদান ক্যাটাগরিতে ১ম হয়েছে মুকসুদপুর হাসপাতাল, ২য় উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা এবং ৩য় উপজেলা কৃষি অফিস, কারিগরি ক্যাটাগরিতে ১ম হয়েছে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস, ২য় উপজেলা প্রকৌশল অফিস এবং ৩য় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউডিসি ক্যাটাগরিতে ১ম হয়েছে মহারাজপুর, ২য় পশারগাতী এবং ৩য় খান্দারপাড়া ইউনিয়ন পরিষদ। এবারের মেলায় সরকারী বেসারকারী দপ্তর মিলে মোট ৪৫ টি ষ্টল অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকই দেয়া হয়েছে অংশগ্রহন পুরষ্কার। ১ম, ২য় এবং তৃতীয় পুরষ্কার মনোয়ারা শপিং কমপ্লেক্স এর সৌজন্যে দেয়া হয়েছে। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন মাহবুব বাবর ও আশিক রনি। মেলা ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।