মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিভা মন্ডল। বুধবার দুপুরে মনোননপত্র দাখিলের শেষ দিনে মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সমসয় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদীকা তাপসি বিশ্বাস দুর্গাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীন জানান, এ পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করছেন, দাখিল করেছেন একজন, আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২০ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য জলিরপাড় ইউপি পরিষদের চেয়ারম্যান অখিল বৈরাগীর মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।