মুকসুদপুরে জন প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ ক্যাম্পইন

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি, দেলোয়ার হোসেন,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে জন প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ ক্যাম্পইন এই সামনে স্লোগান কে রেখে দুইটি সন্তান যথেষ্ট একটি হলে ভাল হয় ৬ নভেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ উপজেলা সভাকক্ষে আইই এম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর উদ্যোগে জন প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ ক্যাম্পইন কর্মশালা আয়োজন করেন । কর্মশালা আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন গোপালগঞ্জের পরিবার পরিকল্পনা ডি,ডি সোহেল পারভেজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল বিশেষ অতিথির উপজেলা নির্বাহী অফিসার আবু নইম মোহাম্মাদ মারুফ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মেডিকেল অফিসার ডাঃ বুদ্বদেব । সভায় স্বাগত বক্তব্য রাখেন ডি পি এম আইই এম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর আশুরা কেগম হাওলাদার ,ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস পরিবার পরিকল্পনা পরিদশক দ্বিপ্তি কর্ণা প্রমুখ। সভা সয়ঞ্চলনা করে মুকসুদপুর হাসপাতাল পরিবার পরিকল্পনা শহিদুল ইসলাম ।

 

পূর্ববর্তী নিবন্ধভারতে মদের বোতলে নারীদের নাম লেখার পরামর্শ মন্ত্রীর
পরবর্তী নিবন্ধমিয়ানমারের ওপর চাপ বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান স্বাস্থ্য মন্ত্রীর